(MCQ প্রশ্নগুলির উত্তর শেষে দেওয়া হয়েছে)
1. মরুভূমিতে মরুদ্দ্যান যে কার্যের ফলে সৃষ্টি হয়
ক) অপসরণ খ) অবঘর্ষ
গ) ঘর্ষণ ঘ) দ্রবণ ক্ষয় এর মাধ্যমে
2. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হল
ক) দোয়াব খ) নদীর সঙ্গম
গ) নদীখাত ঘ) ধারণ অববাহিকা
3. ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন
ক) ডেভিস খ) পেঙ্ক
গ) পাওয়েল ঘ) হ্যাক
4. রসে মতানে ভূমিরূপটির যে ঢাল মসৃণ হয়
ক) প্রতিবাদ ঢাল খ) অনুবাত ঢাল
গ) উভয় ঢাল ঘ) কোনোটিই নয়
5. চীনের যে নদীর তীরে লোয়েস সমভূমি দেখা যায়
ক) হোয়াংহো খ) ইয়াংসিকিয়াং
গ) সিন্ধু ঘ) আমুর
6. তির্যক বালিয়াড়ি কে বলে
ক) সিফ খ) বার্খান
গ) লোয়েস ঘ) ইনসেলবার্জ
7. পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড হলো
ক) সোগনে খ) স্কোরশবি
গ) হিমদ্রোনী ঘ) কোনোটিই নয়
8.'the land of fjords' বলা হয় যে দেশকে
ক) নরওয়ে খ) সুইডেন
গ) ফিনল্যান্ড ঘ) ডেনমার্ক
9. বৃষ্টি যুক্ত আর্দ্র অঞ্চলের যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা নেয় তা হল
ক) হিমবাহ খ) বায়ু
গ) নদী ঘ) সূর্যতাপ
10. নদীর যে প্রবাহের সঞ্চয় কার্য প্রায় ঘটে না
ক) উচ্চগতি খ) মধ্যগতি
গ) নিম্নগতি ঘ) বদ্বীপপ্রবাহ
11. ইয়ারদাং ক্ষয় প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে বলে
ক) মেসা খ) বিউট
গ) নিডিল ঘ) পেডিপ্লেন
12. অপবাহন সৃষ্ট গর্ত গুলোকে ভারতে বলা হয়
ক) কাতারা খ) ধান্দ
গ) প্লায়া ঘ) কোনোটিই নয়
13. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল
ক) মাজুলী খ) ইলহা দা মারাজো
গ) বদ্বীপ ঘ) লোহাচড়া
14. নদীর অবতল বাঁকে যে ধরনের ঢালের সৃষ্টি হয়
ক) মৃদু ঢাল খ) খাড়া ঢাল
গ) ধাপযুক্ত ঢাল ঘ) একনত ঢাল
15. প্লাবনভূমি গঠিত হয় নদীর যে প্রবাহে
ক) পার্বত্য প্রবাহে খ) মালভূমি প্রবাহে
গ) সমভূমি প্রবাহ ঘ) কোনোটিই নয়
16.যে প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন উচ্চতা সম্পন্ন ভূমিরূপ একটি সাধারন তলে পরিণত হয় তাকে বলে
ক) অবরোহন খ) আরোহন
গ) নগ্নীভবন ঘ) পর্যায়ন
17. ঝুলন্ত উপত্যকায় গঠিত হয়
ক) নদী খ) প্রস্রবণ
গ) জলপ্রপাত ঘ) মন্থকূপ
18. ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখাকে বলে
ক) ভূমি গ্রাবরেখা খ) অবিন্যস্ত গ্রাবরেখা
গ) বলয়ধর্মী গ্রাবরেখা ঘ) স্তরিত গ্রাবরেখা
19. নদীবাহিত প্রস্তরখন্ডের পারস্পরিক ঠোকাঠুকি কে বলে
ক) জলপ্রবাহ ক্ষয় খ) অবঘর্ষ ক্ষয়
গ) ঘর্ষণ ক্ষয় ঘ) দ্রবণ ক্ষয়
20. পেডিপ্লেন ভূমির অনুচ্চ টিলা গুলিকে বলা হয়
ক) মোনাডনক খ) বোনহার্ডট
গ) ইনসেলবার্জ ঘ) টর
21. পৃথিবীর বৃহত্তম পর্বত পাদদেশীয় হিমবাহ
ক) হুবার্ড খ) ল্যাম্বার্ট
গ) সিয়াচেন ঘ) মালাস্পিনা
22. যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত ভারতের যে রাজ্যে অবস্থিত
ক) তামিলনাড়ু খ) কেরল
গ) কর্ণাটক ঘ) মহারাষ্ট্র
23. একটি আরোহন প্রক্রিয়া হল
ক) আবহবিকার খ) ক্ষয়ীভবন
গ) পুঞ্জিত ক্ষয় ঘ) নদী দ্বারা সঞ্চয়
24. হিমবাহ উপত্যকার আকৃতি হয়
ক) Y খ) I
গ) V ঘ) U
25. হিমবাহ ক্ষয় কার্য বেশি করে যে প্রক্রিয়ায়
ক) উৎপাটন খ) অবঘর্ষ
গ) ঘর্ষণ ঘ) কোনোটিই নয়
উত্তর গুলি নিম্নরূপ
1. ক) অপসরণ 2. ক) দোয়াব 3. গ) পাওয়েল 4. ক) প্রতিবাদ ঢাল 5.ক) হোয়াংহো 6. খ) বার্খান 7. ক) সোগনে 8. ক) নরওয়ে 9. গ)নদী 10. ক)উচ্চগতি 11. গ)নিডিল 12. ধান্দ 13. খ) ইলহা দা মারাজো 14.খ) খাড়া ঢাল 15.গ) সমভূমি প্রবাহ 16.ঘ) পর্যায়ন 17.গ) জলপ্রপাত 18.খ) অবিন্যস্ত গ্রাবরেখা 19.গ) ঘর্ষণ ক্ষয় 20.গ) ইনসেলবার্জ 21.ঘ) মালাস্পিনা 22.গ) কর্ণাটক 23.ঘ) নদী দ্বারা সঞ্চয় 24.ঘ) U 25. খ) অবঘর্ষ
আরও দেখুন
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 1
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 2
মাধ্যমিক ভূগোল (2023) বহির্জাত প্রক্রিয়া (নদী, হিমবাহ ও বায়ুর কার্য) MCQ-- SET 4